স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তিনি। পাশাপাশি তিনি ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া (৪৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাপুরিয়াচালা গ্রামের তসিম উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫