
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারী ও শিশুদের আত্মরক্ষার জন্য পরিচালিত ২০২৫ ব্যাচের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার টঙ্গী বনমালা সাদিয়া কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। চার বছর ধরে ধারাবাহিকভাবে এই কর্মসূচির মাধ্যমে টঙ্গী এলাকার নারী-শিশুরা আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীষ নকরেক । এছাড়াও উপস্থিত ছিলেন আইকেইউ বাংলাদেশ সাধারণ সম্পাদক সেনসি আবদুললাহ আল মামুন, হাজী পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
প্রশিক্ষণার্থীরা সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল প্রদর্শন করেন। অতিথিবৃন্দ প্রশিক্ষণের এ কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং নারী-শিশুদের সুরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।



Discussion about this post