
ইস্টাফ রিপোর্টার গাজীপুরঃ হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।
মরহুম আলহাজ্ব সাইদুর রহমান ছিলেন এক মানবিক মননের মানুষ, যিনি সারাজীবন সমাজসেবা, শিক্ষা ও দরিদ্রদের কল্যাণে নিয়োজিত ছিলেন। তাঁর অগণিত দান ও সহানুভূতি স্থানীয় জনগণসহ আশেপাশের মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ দিনে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সাপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খানি, বিশেষ দোয়া মাহফিল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, এবং স্মরণ সভা। পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের নিকট দোয়া চেয়েছেন, যাতে আলহাজ্ব সাইদুর রহমানের রুহ শান্তি লাভ করেন এবং তার করুণা সর্বদা ছায়ার মতো সবার ওপর বজায় থাকে।
উল্লেখ্য, আলহাজ্ব সাইদুর রহমান ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর, ৮২ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, সামাজিক কল্যাণ কার্যক্রম, এবং অসহায় মানুষের পাশে থাকা সহ নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুদূরপ্রসারী অবদান রেখেছেন। তার উজ্জ্বল স্মৃতি ও অসাধারণ মানবিক কাজ আজও বহু মানুষের হৃদয়ে প্রেরণা হিসেবে টিকে আছে।
মৃত্যুর পরেও আলহাজ্ব সাইদুর রহমানের সেবামূলক জীবন ও মানবিক মূল্যবোধের জন্য স্থানীয় মানুষ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এই মৃত্যুবার্ষিকী কেবল শোক প্রিয় নয়, বরং সমাজসেবার মহিমা, মানবতার মূল্যবোধ এবং সমাজে ভালো কাজের প্রেরণা হিসেবে উদযাপিত হবে।



Discussion about this post