
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক ব্যবস্থাপকের বিদায় ও নতুন যোগ দেওয়া ব্যবস্থাপকের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপমহাব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান এবং নতুন যোগ দেওয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকিরকে (উপমহাব্যবস্থাপক)। বিকেবির ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান, নতুন যোগ দেওয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকির।
এছাড়া বক্তব্য রাখেন- মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর শাখা ব্যবস্থাপক (এজিএম) কার্তিক চন্দ্র সেন, ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মো. জামেনুর রহমান, কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ছোটোন তালুকদার, সাওরাইদ বাজার শাখা ব্যবস্থাপক মো. তানজিমুল ইসলাম।



Discussion about this post