আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে তিনটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করেছে তারা। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লালপুর ও গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এভাবে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা হলেন—লালপুরের আনারুল হোসেন, গোপালপুরের মুকুল কুমার ও হযরত আলী।
ভুক্তভোগী মুকুল কুমার জানান, সকালে বাজার সংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পাই বৈদ্যুতিক মিটার নেই। তবে মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লেখা ছিল। যোগাযোগ করলে অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিটার ফেরত দেওয়ার জন্য বিকাশে ৭ হাজার টাকা দাবি করে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের আরও সতর্ক থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫