
স্টাফ রিপোর্টার, সাভার :- ঢাকার সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ১২২ পুড়িয়া গাঁজা, গাঁজা তৈরির সরঞ্জাম এবং কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে একই দিন ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন রাব্বি (১৬), সাইদুর (১৭), বকুল (৪২), আজিজুর (৪০)। তারা সবাই বাড়ি আশুলিয়ার কান্দাইল গাজীরচট এলাকায়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বাইপাইল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তিন মোটরসাইকেল আরোহী। সেনা টহল দল তাদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে রাব্বি ও সাইদুর নামের দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কান্দাইল গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে বকুল ও আজিজুর নামের আরো দুই যুবককে আটক করে যৌথ বাহিনী। অভিযানে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো গাঁজা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



Discussion about this post