প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মতবিনিময় সভা

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি :- আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ঝিনাইদহে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এই সভায় সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। শনিবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বিশিষ্ট এ্যাডভোকেট এমএ মজিদ।
উক্ত অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত।
প্রধান অতিথি এম এ মজিদ বলেন, এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ। তিনি বলেন,এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা কখনোই সফল হয়নি। তৎকালীন সরকার এই বাংলাদেশকে ভারতের কদর রাজ্য করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিএনপি'র এই সুযোগ্য নেতা ও বিশিষ্ট অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, বিপদে-আপদে আমি সবসময় সবার পাশে থাকবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]