
নেত্রকোনা প্রতিনিধি :- উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে নেত্রকোণায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-এর উদ্যোগে জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার দশ উপজেলার ওসি এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু খগেন্দ্র নাথ তালুকদার, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সত্যেন্দ্র পাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক তালুকদার, যুগ্ম আহ্বায়ক রিপন দত্ত, প্রহল্লাদ বনিক, মনোজ সরকার, প্রদীপ কুমার শ্যামল, হরলাল সরকার, শুভেন্দু সরকার পিন্টু, রাধারমন রায় প্রমুখ। সভায় পুলিশ সুপার উপস্থিত ওসিদের এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।



Discussion about this post