
শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি :- গাজীপুরের টঙ্গীর এরশাদনগর বড় বাজার ও ছোট বাজারে ভ্রাম্যমাণ সতর্কতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সহকারী উপ-পরিচালক কাউসার আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে কসমেটিক্স, স্বর্ণের দোকান, মুদি দোকান, বেকারি, মাছ, মাংস ও সবজির দোকান ঘুরে দেখা হয়। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি, সঠিক ওজন নিশ্চিত করা, মূল্য তালিকা প্রদর্শন এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। অভিযানকালে দেখা যায়, অনেক দোকানে নিয়ম অনুযায়ী মূল্য তালিকা নেই। কিছু দোকানে নকল কসমেটিক্স ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে জরিমানা না করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের টাস্কফোর্স সদস্য মাহমুদুর রহমান নাঈম। তিনি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। ব্যবসায়ীরা যদি সতর্ক হওয়ার পরও অনিয়মে জড়িয়ে পড়েন, তবে কঠোর শাস্তি দেওয়া হবে। বিএসটিআই–এর কর্মকর্তারা জানান, ভেজাল প্রতিরোধ, ভোক্তার অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ব্যবসায়ীরা যেন ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করেন এবং মানসম্পন্ন পণ্য বিক্রি করেন, সে বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।



Discussion about this post