স্টাফ রিপোর্টার:- ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরের টঙ্গীতে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওনসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় হিমারদিঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের শহীদের ছেলে জব্বার খা জয় (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বোগারপাড়া রাবারডেম গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের চান মিয়ার ছেলে হযরত আলী (২০)। তাদের মধ্যে শাওনের নামে টঙ্গী পশ্চিম থানায় ১৫টি ও গাছা থানায় ৫টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় এলাকায় কতিপয় ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়। সংবাদ পেয়ে অভিযান চালাই। এ সময় ৪ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান যুগান্তরকে বলেন, ৪ জনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫