
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরের কোনাবাড়ি আমবাগ প্রি ক্যাডেট স্কুলে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) হঠাৎ করে ২০-২৫ জন ব্যক্তি প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা, তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যা, চরম হতাশা এবং নিরাপত্তাহীনতায় রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র, ছাত্রী, আমবাগ প্রি ক্যাডেট স্কুল ছাত্র ছাত্রীদের শতভাগ রেজাল্ট সুনামের সাথে দরে রেখেছে, একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত, আরও বলেন হঠাৎ রাত ৯ টায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি লাঠি শুটা নিয়ে স্কুলে প্রবেশ করে এবং ভাঙচুর করে, এক পর্যায়ে দ্বিতীয় তলায় উঠে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার উপরে চড়াও হয়ে তাদের উপরে হামলা করে, দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা, স্বর্ণ অহংকার, এবং স্কুলের বিভিন্ন মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা, এলাকাবাসী খবর পেয়ে স্কুলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়, হামলায় আহত আমবাগ প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক জনাব মোস্তাহিদ শেখ মুরাদ,কে এ্যাম্বুলেন্স যোগে শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, অবস্থা আশংকা জনক চরম হতাশা এবং নিরাপত্তাহীনতায় এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, ও ছাত্র, ছাত্রী,এ ব্যাপারে জান্নাতুল মাওয়া বাদী হয়ে কোনাবাড়ি থানায় ০১ মোঃ মফছের আলী,০২ মোঃ হাসান, ৩ মোঃ তারেক, ৪ মোছাঃ পারুল বেগম,৫ মোঃ হাসু, ৬ মোঃ আসিফ সরকার, আরও ৫-৬ জন অজ্ঞাত করে এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, ভুক্তভোগী বলেন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে শিক্ষকদের অপমান করেছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ।



Discussion about this post