
স্টাফ রিপোর্টার, গাজীপুর:- গাজীপুর জেলা বি এন পির সদস্য সচিব ড ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি। পতিত স্বৈরাচারের দোসররা এবং স্বাধীনতার পরাজিত শক্তি এখনো সক্রিয়। তিনি বি এন পি সহ সকল নেতাকর্মীদের সব সময় সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বি এন পির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ড ব্যারিষ্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী একটি সফল কর্মিসভা আয়োজন করায় ৭নং ওয়ার্ড বি এন পিকে অভিনন্দন জানান। তিনি বলেন, একটি দলের সাফল্যের মূল শক্তি হচ্ছে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা। কর্মীসভার মূল লক্ষ্য হচ্ছে কর্মীদের মেলবন্ধনে যোগ দিয়ে কর্মীদের সেতুবন্ধন সৃষ্টি করা। তিনি আরো বলেন আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, যারা বিগত স্বৈরাচার সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হয়নি- একমাত্র তারাই স্থান পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে, যারা দুর্বৃত্তায়ন-এ জড়িত হবে; তাদের স্থান বিএনপিতে হবে না, এমনকি কোন সংগঠনে হবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্মম আচরণ করেছে বিগত স্বৈরাচার সরকার। মিথ্যা মামলায় সাজা দিয়ে উনাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, সম্মান দেওয়ার মালিক আল্লাহতায়ালা। আজকে আমাদের মা কোথায়, আর আপনি (শেখ হাসিনা) কোথায়? বিগত ১৭ বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম। তেমনি কেউ যদি আবার কারো সাথে পর্দার আড়ালে আলোচনা করে জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো। কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, জনগণই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি এবং আমাদের প্রধান লক্ষ্য, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে একটি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে জনগণের সরকার গঠন করা, জনগণের সকল অধিকার নিশ্চিত করা। কর্মিসভায় সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বি এন পির আহবায়ক সমির কুমার গুহ বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বি এন পির আহবায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন,বোয়ালী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব এড রিপন আল হাসান,যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।



Discussion about this post