
স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি সাভার :- ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত বলে আমি মনে করি। কেননা বিগত দিনে হাসিনার অধীনে নির্বাচন আমরা দেখেছি। কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটা এ দেশের জনগণ জানে। তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই। আগামীতে এদেশের সরকার প্রধান হিসেবে দেশ নায়ক তারেক রহমান যোগ্য ব্যক্তি তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন প্রদান করবে। আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেভাবে কাজ করেছেন আগামী নির্বাচনেও ধানের শীষের পক্ষে কাজ করে যাবেন। তারেক রহমানের ৩১ দফায় উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন এবং পাঠ করেন। তিনি বলেন সাভারে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা চাইবো আমাদের যুবসমাজ মাদক থেকে বিরত থাকবে এবং খেলাধুলা লেখাপড়ায় মনঃনিবেশ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, ও ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, হাজী মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি আশুলিয়া থানা বিএনপি ও সাবেক চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, মোঃ আরিফ হোসেন প্যানেল চেয়ারম্যান ০১ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ, হাজী মোঃ মনিরুল হক চেয়ারম্যান গ্ৰাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ কাবেল উদ্দিন, সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএন, মোঃ তাইজুল ইসলাম ( তাজুল) যুগ্ম সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল, আরো উপস্থিত ছিলেন আব্দুস সোবাহান সভাপতি পাথারিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আনোয়ার হোসেন ( রানা মেম্বার) প্রচার সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, মোঃ আমিনুর রহমান সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএন পি। সময় আরো বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপি’র সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



Discussion about this post