
স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি সাভার:- ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন মোঃ খোরশেদ আলম বলেছেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের মূল ব্রত। রাজনীতি শুধুমাত্র ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, বরং জনগণের কল্যাণে কাজ করার অন্যতম একটি মাধ্যম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের জন্মগত অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।” শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাভারের শহীদ মজনু একাডেমি মাঠে আয়োজিত তিনদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা রাজনীতিবিদরা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকতে চাই না। আমাদের লক্ষ্য হলো কাজের মাধ্যমে প্রমাণ করা—আমরা সত্যিই মানুষের কল্যাণে নিবেদিত। জনগণকে যদি সত্যিকারের সেবা দিতে পারি, তবেই আমাদের রাজনীতি সার্থক হবে। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত একটি গ্রীন সাভার, ক্লিন সাভার গড়ে তোলা সম্ভব। আর সেই সাভার হবে মানুষের স্বপ্নের সাভার।”
খোরশেদ আলম জোর দিয়ে বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক নেতাদের নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। সমাজে যদি প্রতিটি মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কমল চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রদল নেতা মোনতাসির নাবিল ও জোহায়ের আন্দালিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদ ঢাকা মহানগরের সহ-সভাপতি প্রভাষক সোহাগ হাসান খান। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে তিনদিন ধরে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষধ ও পরামর্শ প্রদান করা হবে।



Discussion about this post