
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা শহরের ‘চুয়াডাঙ্গা আবাসিক হোটেল’ থেকে পুলিশ এক টেক্সটাইল প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে। শনিবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবর রহমানের ছেলে মামুনুর রহমান মাসুম(৫৫)’র মরদেহ চুয়াডাঙ্গার একটি হোটেলের ৪র্থ তলার কক্ষ থেকে উদ্ধার করা হয়। এর আগে ম্যাসিয়ার তার কক্ষের দরজার কাছে যেয়ে ডাক দিলে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে থানার ওসিসহ পুলিশের টিম ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। উল্লেখ তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সবুজপাড়ায় হলেও তিনি স্বপরিবারে ঢাকায় থাকতেন। হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন।হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মাহবুবুর রহমান মাসুম নামের এক ব্যক্তির মরদেহ হোটেলের রুমে রয়েছে। সিআইডির টিম এসে আলামত সংগ্রহ করেছে।তার মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।



Discussion about this post