
নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনা পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহরের ধলাই নদীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, তরুণ জেলা বিএনপি নেতা টিম রনির স্বেচ্ছাসেবক টিমের অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধলাই নদীর পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সুদীর্ঘ সময় ধরে উদ্যোগের অভাবে পানি প্রবাহ হ্রাস, মৎস্য বৈচিত্রের ঘাটতির পাশাপাশি সংকীর্ণ হয়ে আসা ধলাই নদীর প্রাণ ফেরানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রয়াস অব্যাহত থাকবে। নদী সংলগ্ন দুইটি বাঁশের ব্রীজ দ্রুত সংস্কারের পাশাপাশি পরবর্তীতে পাকা ব্রীজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আলোচনা শেষে স্বেচ্ছাসেবক ও গণ্যমান্যদের সহযোগিতায় কচুরিপানা অপরারণ, প্লাস্টিক র্বজ্য ও আগাছা অপসারণ করা হয়েছে।



Discussion about this post