প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা জোরদার: গাজীপুরে মতবিনিময় সভা

জুলফিকার আলী জুয়েল:- আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে গাজীপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ রোডস্থ সাগর সৈকত কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জনাব মোঃ রবিউল হাসান। সভাপতিত্ব করেন জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহীন খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]