
নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিমসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন সংস্থার মধ্যে সফল ও সুসংগঠিত সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।



Discussion about this post