
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার।
ঢাকা জেলার সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডে এ্যাডভোকেট মেহেদী হাসান মাসুমের উদ্যোগে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান বিপ্লব, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মেহেদী হাসান মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মোহাম্মদ ইউনুস খান (কাউন্সিলর পদপ্রার্থী ৭নং ওয়ার্ড), পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার, যুগ্ম আহ্বায়ক সুমন মুজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর, যুবদল নেতা তাজুল ইসলাম, বিএনপি নেতা হযরত আলি, মোহাম্মদ আলি পাঠান, মিজানুর রহমান, লেলিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম তার বক্তব্যে বলেন— “আমাদের রাজনীতি শুধু দলীয় স্বার্থে সীমাবদ্ধ নয়, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্যই। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সামনে কঠিন দিন আসছে, আমাদেরকে এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সাভারের জনগণের প্রাণের দাবি হলো—ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে এমপি হিসেবে দেখতে। তাই আমাদের সকলের লক্ষ্য ও অঙ্গীকার হওয়া উচিত তাঁকে সংসদে পাঠানো। এজন্য প্রত্যেক নেতা-কর্মীকে সততা, ত্যাগ আর নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
বক্তারা আরও বলেন, নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণ প্রজন্মের নেতাকর্মীরা নতুন উদ্যমে দেশ ও জনগণের জন্য কাজ করবে।
আলোচনা সভা শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



Discussion about this post