প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

সাগর খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম গাজা সহ পারভীন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া গ্রামের স্বামী সোহেল মিয়ার স্ত্রী (৩৫)। অন্যদিকে আসামীর স্বামী সোহেল পলাতক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উক্ত ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা প্রশাসনের নজর থাকবে। এব্যাপারে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক এস আই তপু খান সাংবাদিকদের বলেন, আসামীকে মাদক মামলা দিয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। সামনে মাদকের রিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]