
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- সন্ত্রাস, নৈরাজ্য, আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় শ্রীপুরের টেংরা রাস্তা মোড় থেকে শ্রীপুর পৌর শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য সাখাওয়াত হোসেন সবুজ সহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।



Discussion about this post