
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের ধরাইল থিয়েটারের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে নাটিকা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে নৃত্য ও অভিনয় প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম, এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহ সভাপতি সুনিল কুমার সরকার, কবি সুমন প্রামাণিক, কবি আব্দুল করিম, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিনসহ অন্যানরা। নৃত্য প্রতিযোগীতায় বিজয়ী হন ঋতু, বিথী দেব ও পাপ্তী চাকী, রাশি ও জয়া। নাটিকায় বিজয়ী হন নুসরাত, ঋতু, মরিয়ম, অনামিকা, জিন্নাত,শ্রাবনী, রাখী,নিঝুম, এষা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে অন্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা বিকাশে আরও কার্যকর উদ্দ্যোগ নেয়া হবে।



Discussion about this post