প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
নাটোরে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর সদর উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মিনি ষ্টেডিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন। ২২ সেপ্টেম্বর থেকে উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক ও বালিকা পর্যায়ে ফুটবল,কাবাডি, সাঁতার, দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সমাপনী দিনে ফুটবলের ফাইনালে বালক বিভাগে হালসা উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ছাতনী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]