
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার।
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় গেরুয়া মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য ও সার্থক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের কৃতি সন্তান, সমাজসেবক ও লীলা বর্ষা রিভার কুইন পার্কের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট ও তরুণ সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম অভি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আজিজ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক ইউসুফ আলী, সমাজসেবক মোঃ জয়নাল আবেদীন সহকারী শিক্ষক তানিয়া সুলতানা মোছাঃ তাহমিনা মিসেস তামান্না রিতা জাকিউল সহ-শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিল্লাল সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ বাবুল মিয়া তাঁর বক্তব্যে বলেন গেরুয়া মডেল স্কুল এন্ড কলেজ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার এক মহৎ প্রয়াস। শিক্ষার্থীরা যেন শুধু পাঠ্যবই নয়, মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হয়।এটাই আমাদের কামনা।
প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা পুরস্কার বিতরণী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং তাদের মনোবলকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম অভি তাঁর বক্তব্যে বলেন বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থী যখন মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে গান, আবৃত্তি বা বক্তব্য প্রদান করে—তখনই সে নিজেকে নতুনভাবে চিনতে শেখে। গেরুয়া মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি, সংগীত, নৃত্যসহ মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সভাপতি জনাব বিল্লাল সরদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



Discussion about this post