
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসন ভাওয়াল সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রাতিষ্ঠানিক সুশাসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক কর্মশালার মাধ্যমে জেলা প্রশাসন গাজীপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসন ও সনাক এর আয়োজনে এবং টিআইব ‘র সহযোগিতায় এই উদ্যোগে জেলায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যসহ ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) এর সঞ্চালনায় প্রাতিষ্ঠানিক সুশাসন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন শীর্ষক বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন প্রধান অতিথীর বক্তব্যে প্রাতিষ্ঠানিক সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব নয় উল্লেখ করে বলেন যে কোন দপ্তরে এমন কিছু করা যাবে না যা সেবাগ্রহীতার প্রতি বৈষ্যম্য ও অন্যায্যতার পথ তৈরি করতে পারে। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন ন্যায্যতা , আইনের শাসন, ন্যায়-বিচার, বৈষম্য বিলোপ ও সেবার মান্নেয়ন মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্য অর্জনে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সনাক সভাপতি যোবেদা আখতার, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী, টিআইবি’র ঢাকা বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ মাহান-উল হকসহ বিশিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সুশাসন জোরদার করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে শেষ হয়, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সকলের জন্য ন্যায় ও ন্যায্য পরিষেবা নিশ্চিত করার জন্য সেবাদানকারীদের নবায়নকৃত প্রতিশ্রুতিকে চিহ্নিত করে।



Discussion about this post