
নিজস্ব প্রতিবেদক :- গাজীপুর মালেকের বাড়ির বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় একজন কর্মী মোঃ আব্দুল হালিম মন্ডল এর খুনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মালেকের বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩০মিনিট অবরোধ করে বিক্ষোভ র্যালী করেন এলাকাবাসি।
এসময় এলাকাবাসী দাবি করেন, যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং যে হত্যা করেছে তার ফাঁসির দাবি জানায় স্থানীয়রা। পুলিশের নিষ্কৃয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এঘটনায় একজনকে এলাকাবাসি আটকে পুলিশে দিয়েছেন। তাছারা পুলিশ এখনও কাওকে গ্রেপ্তার করতে পারেনি।
এ নিয়ে আগামী শুক্রবার অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেন এলাকাবাসি। তারা জানান, দ্রুত সময়ের মধ্যে আদিপসহ মামলার এজাহার নামীয় ৮জন আসামীসহ খুনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার দাবি জানান তারা। এর মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসি।
এ বিষয়ে মামলার বাদী নিহতের ভাই আবুবক্কর সিদ্দিক ও নিহতের জেঠাতো ভাই মোঃ মনির হোসেন মোতাহার ও নিহতের পরিবারের স্বজনরা জানান, দু’টি পরিবারে দু’জন সন্তান এতিম হয়েছেন। বিধায় এ বিষয়ে দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, গাজীপুরের গাছা শরীফপুরে গত ২০সেপ্টেম্বর রাতে নিজ বাড়ির সামনে নৃশংস হত্যার শিকার হন হালিম। পরে স্থানীয়রা একজনকে পুলিশে সর্পোর্দ করেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাকিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসি উদ্বেগ প্রকাশ করেন।



Discussion about this post