নেত্রকোনা প্রতিনিধি :- নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় সিডও দিবস (CEDAW Day) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের অজহর রোডস্থ নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, গৃহিণী, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা অভিন্ন পারিবারিক আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নাগরিক অধিকারের প্রশ্নে নারীর অবস্থান নিয়ে মতামত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী। সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ফাহমিদা সুলতানা তোতা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫