
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগর ও বাড়িয়া ইউনিয়নের মোট ১২৯ পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার জয়দেবপুর কৃপাময়ী কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এই উপহার তুলে দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
এ সময় শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করে শওকত হোসেন বলেন, আমাদের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য ভুলে এই উৎসবকে মিলনের মঞ্চে রূপান্তরিত করতে হবে। যেকোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। উৎসবের আনন্দ ও ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাপ্পি দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, কৃপাময়ী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল করিম, জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।



Discussion about this post