
আল আমিন,নাটোর প্রতিনিধি:- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন , ‘সনাতন ধর্মালম্বী জনগোষ্ঠী আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিএনপি অতীতেও সুখে-দুঃখে সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আজ শনিবার সকালে উপজেলার মোহরকয়া তার নিজ বাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। টিপু বলেন, ‘আমি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের পাশাপাশি মন্দির ও শ্মশানের উন্নয়ন করতে চাই। ঈমাম-মুয়াজ্জিনদের মতো পুরোহিত-সেবায়েতদের বেতন-ভাতা দেওয়ার বিষয়েও জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে স্থায়ীভাবে মন্দির ও শ্মশান তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কাজ করব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি দীপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার, লালপুর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, পূজা উদযাপন পরিষদের লালপুর ইউনিয়ন কমিটির সভাপতি গণেশ কুমার সহ উপজেলার ৪১টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।



Discussion about this post