নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোণা জেলা সদর উপজেলার কে গাতী ইউনিয়নের বুবাহালা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়ারিকে আটকসহ খেলার সরঞ্জামাদি জব্দ করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) এ অভিযান চালায়।
আটককৃতরা হলো, কলমাকান্দা উপজেলার কইলাটি ইউনিয়নের বিষ্মপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে আবুল কাশেম (৪৫), একই ইউনিয়নের মইপুকুড়িয়া গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে আইনুল হক (৪০), নেত্রকোণা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে লাল মিয়া (৪৫), কলমাকান্দা উপজেলার কইলাটি ইউনিয়নের সিদলী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মঞ্জুরুল হক (৪৪) ও একই ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাদ মিয়া (৪৭)। জেলা গোয়েন্দা শাখা, নেত্রকোণা (পূর্ব) এর অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম রোববার ১১টায় সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবালের নেতৃত্বে একটি চৌকস দল নেত্রকোণা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের বুবাহালা এলাকায় হেলালের হাফ বিল্ডিং (ফাঁকা ঘর)'র ভেতর অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটকসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫