
নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোণার ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (৩১ বিজিবি) এর জোয়ানরা। শনিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা বিওপির একটি টহল টিম শুক্রবার রাত ৮টার দিকে রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অপরদিকে দূর্গাপুর উপজেলার ভরতপুর বিওপির একটি টহল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। তিনি আরও জানান, জব্দকৃত মোট ৯৭ বোতল ভারতীয় মদ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।



Discussion about this post