
আল আমিন,নাটোর প্রতিনিধি.:- নাটোর সদর উপজেলার “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প” শীর্ষক কমিউনিটি স্কোর কার্ডের আওতায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। লাস্টার এর আয়োজনে আজ রবিবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অংশগ্রহণে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাস্টার এর সমন্বয়কারী জেকের আলী রায়হান, দৈনিক জনকন্ঠের নাটোর জেলা প্রতিনিধি কালিদাস রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শকা মাজেদা খাতুন, সাবেক স্থানীয় ইউপি সদস্য সত্য নারায়ন তেলী, আদিবাসী ছাত্র নেতা শিবেন তেলী প্রমূখ। এসময় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ঔষধ সরবরাহ, দক্ষ জনবল নিয়োগ, সময়মত ক্লিনিক খোলা নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে স্বল্প খরচে সেবা মিললেও নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কারণে কাঙ্খিত সেবা মেলে না যা টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে।



Discussion about this post