
নিজস্ব প্রতিনিধি:- গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেছেন, ‘আমরা কোন সন্ত্রাসী জমি দখল চাঁদাবাজিতে বিশ্বাসী নই, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা কালিয়াকৈরের মানুষ দল-মত নির্বিশেষে একত্রে মিলেমিশে বসবাস করতে চাই। শান্তিতে বসবাসের জন্য আমরা আগামীতে ধানের শীষে ভোট দেব।এ সময় তিনি তার নির্বাচনী ইশতেহার লেখা সম্বলিত লিফলেট উপ¯ি’ত সহস্রাধিক নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন, চাপাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শওকত ইমরানসহ যুবদল, ছাত্রদল, ক…ষকদল, শ্রমিকদল, মহিলাদলসহ দলের অঙ্গ সংগঠনের নেত…বৃন্দ।



Discussion about this post