
স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি:-গংগাচড়া উপজেলার গজঘণ্টা ফ্রেন্ড সার্কেল কিশোর সংগঠনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজঘণ্টা পোস্ট অফিস সংলগ্ন নাঈম জুয়েলার্স মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান লুলু, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ক্লাব, রংপুর এবং সাংগঠনিক সম্পাদক, গংগাচড়া উপজেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামেল শেরাফী মাহবুব রাজিব, সত্ত্বাধিকারী আর.এস হোন্ডা ও মার্সেল শো-রুম, গংগাচড়া, রংপুর। বিশেষ অতিথি ছিলেন মোঃ বকুল মিয়া, প্যানেল চেয়ারম্যান, ৬নং গজঘণ্টা ইউপি। প্রতিযোগিতার মূল আয়োজনে হামদ, নাত, ক্বেরাত ও আযান পরিবেশনায় অংশ নেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগীরা। এ সময় বিচারক মণ্ডলীতে ছিলেন— হাফেজ মোঃ নজরুল ইসলাম, মোহতামিম, গজঘণ্টা মনিরউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা। হাফেজ মাওলানা সাহিদুজ্জামান সাজু, খতিব, দোলাপাড়া জামে মসজিদ। মাওলানা মোঃ শাফিউল ইসলাম ওমরী, এম.এ. হাদীস, এম.এ. তাফসীর, ফিকাহ। মাওলানা মোঃ রবিউল ইসলাম জিহাদী, প্রধান শিক্ষক, মিফতাহুল ফালাহ মডেল মাদ্রাসা। মুহাম্মদ জহুরুল ইসলাম সিদ্দিকী, গবেষক ও ইসলামি শিক্ষাবিদ। হাফেজ ক্বারী মাহদী হাসান, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কারী। মোঃ আসাদুজ্জামান নুর, ইমাম উপজেলা মডেল মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুজ জামান আল ইসলামিয়াহ। হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী নাশিদ শিল্পী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাকিব খান (ছ মিলস ফার্নিচার এন্ড নকশা ঘর, গজঘণ্টা বাজার)। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি দর্শকদের জন্য আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এই মহতী আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— দীন ইসলাম (কবিরাজ), এস. নাঈম, আল-আমিন ও মাহাফুজার (ভিপি)।



Discussion about this post