
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে পিকআপচাপায় দুজন এবং মোটরসাইকেল দুর্ঘটনায় আরো দুজন নিহত হন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহানগরীর সালনা ও পুবাইলে ওই দুই দুর্ঘটনা ঘটে। সালনায় নিহতরা হলেন দক্ষিণ সালনা এলাকার ব্যাটারিচালিত রিকশাচালক মো. এমদাদুল হক (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫)। পুবাইলে নিহতরা হলেন মহানগরীর তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৪) ও একই এলাকার জামাল হোসেনের ছেলে লিখন (২২)। শান্ত বাবার রেস্টুরেন্টে কাজ করতেন। লিখন একটি মোবাইল ফোনের দোকানের বিক্রয়কর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত নারী সালনা বাজার থেকে ব্যাটারির রিকশায় করে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
রিকশাটি উল্টো পথে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনার ইউটা (পাকিস্তান) গামের্ন্টের সামনে পৌঁছলে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো চারজন। নগরীর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে লিখন ও শান্ত উলুখোলা বাজার থেকে মোটরসাইকেলে করে পুবাইলের মীরেরবাজারে ফিরছিলেন। লিখন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। বিন্দান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলসহ সিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।



Discussion about this post