
নেত্রকোনা প্রতিনিধি :- নেত্রকোনায় টাইফয়েড টিকা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম টাইফয়েড টিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন-সিভিল সার্জন ডা. গোলাম মওলা, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। টাইফয়েড টিকা বিষযক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা, দাউদ শরীফ। কর্মশালায় জেলার কর্মরত ৫৫জন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।



Discussion about this post