প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন

আল আমিন, নাটোর প্রতিনিধি :- দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নেতৃবৃন্দ। এসোসিয়েশনের নাটোর জেলা সভাপতি আব্দুস সালাম বলেন, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০৮০০ ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী পড়ে আছে। এছাড়াও একই পরিবারের অন্য সদস্যদের যেমন ভাই-বোন,ছেলে-মেয়েদের সামর্থ্য এবং সরকার কতৃক চাহিত প্রয়োজনীয় কাগজপত্র থাকা সাপেক্ষে তাদের ডিলারসীপ বহাল রাখার দাবি জানানো হয়। এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, ইলেকট্রিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলনে জেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলার এবং সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]