
ওবায়দুর রহমান অভি :- ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং উপহার সামগ্রী শাড়ি বিতরণ করেন বিএনপি’র সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি এ সময় আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির লোকজন সহ, সাভার পৌর শাখা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ও যুবদল নেতা মুকুল মোল্লা, ইউসুফ আহমেদ সহ, বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) দুপুর বারোটা সময় সাভার নামা বাজার পঞ্চবটি মন্দির থেকে শুরু করে নামা বাজারের মন্ডপ ও ঘোষপাড়ার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন বিএনপি সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে তিনি উপহার সামগ্রী জামাকাপড় বিতরণ করেন এ সময় পঞ্চবটি আশ্রমের পূজা কমিটি নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সেক্রেটারি সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি সাবেক ছাত্রনেতা বলেন আজ মহাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গোৎসবের মন্ডপে মন্ডপে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করব আনন্দ ভাগাভাগি করে নেব। “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক দিক আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। এখানেই দুর্গোৎসব হয়ে উঠেছে ধর্ম-বর্ণ–নির্বিশেষে সর্বজনীন আনন্দ-উৎসব।”



Discussion about this post