
আল আমিন ,নাটোর প্রতিনিধি:- শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নাটোরের সিংড়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সিংড়া পৌরসভার কেন্দ্রীয় ঠাকুরবাড়ি, মরিচপট্রি, দমদমা দশভূজা, গিরীজাকান্ত দূর্গা মন্দিরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার। এসময় মন্দিরে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নুর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান প্রমূখ।



Discussion about this post