প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিংড়া উপজেলা শাখার সভাপতি ও বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী মাস্টার আফছার আলী। আরও বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিংড়া পৌর শাখার উপদেষ্টা অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, প্রভাষক সাদরুল উলা, অধ্যাপক এনতাজ আলী, আব্দুল মন্নাফ, মতলেবুর রহমান, আব্দুর রউফ, মাওলানা মকবুল আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন মাস্টার মিজানুর রহমান। সভা পরবর্তী হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক খায়রুল ইসলামকে সভাপতি ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিংড়া পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]