
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ আজ রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। এ সময় মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার) উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।



Discussion about this post