
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে প্রায় ১৩ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে সংবাদকর্মীদের অংশগ্রহণে শিশু ও কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক টাইফয়েড বিষয়ক কনসালটেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১২ লাখ ৯৮ হাজারের বেশী শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। তার মধ্যে জেলার ৫টি থানা এলাকায় ১০ লাখ ৫৪ হাজার এবং গাজীপুর মহানগর এলাকায় ২ লাখ ৪৪ জনকে ওই টিকা দেওয়া হবে।
সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ৪৩৪টি টিকাদান কেন্দ্রে দেওয়া হবে টিকা। এই কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত। টিকা গ্রহণের পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই তারা নির্ধারিত ফরম পূরণ করে টিকা দিতে পারবে।
জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক তারিক মোহাম্মদ, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা পাশা, ইসলামী ফাউন্ডেশন গাজীপুরের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ মুজিবুর রহমান, সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, ফারদিন ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।



Discussion about this post