
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু ঢাকাতে ভাইয়ের বাড়িতে ইন্তেকাল করেছে।তার মৃত্যুতে বিএনপির মহাসচিব শোক জানিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর ৫ টার দিকে ঢাকার ধানমণ্ডিতে তার ভাইয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন মির্জা ফরিদুল ইসলাম শিপলু। গত বছর তাঁর হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়। গত সপ্তাহে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকায় গিয়েছিলেন তিনি। সেখানে ভাইয়ের বাসায় অবস্থান কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা থেকে চুয়াডাঙ্গায় তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে সোমবার সকাল ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। রাজনীতির মাঠে মির্জা ফরিদুল ইসলাম শিপলু ছিলেন ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এক প্রাণবন্ত নেতা। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২৩ নভেম্বর তিনি জেলা বিএনপির সম্মেলনে সর্বাধিক ভোটে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও চুয়াডাঙ্গা থেকে শোক জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



Discussion about this post