
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর শহরের মাদরাসা মোড়ে অগ্নিকাণ্ডে একটি ব্যাটারি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মাদরাসা মোড়ে ফরহাদুজ্জামান ফরহাদের ব্যাটারির দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
নাটোর ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনায়েত উল্লাহ হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানের ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অতি অল্প সময়ে ফায়ার বিগেট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক ফরহাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।



Discussion about this post