
নুরে আলম :- গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, গাজীপুর জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভা সভাপতিত্ব করেন: জনাব এস. এ. কে. রেজাউল করিম, সভাপতি, গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, গাজীপুর জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন: খোন্দকার শাহিদুল হক, সাধারণ সম্পাদক, গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, গাজীপুর জেলা শাখা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ও উত্তরা শাখার সভাপতি জনাব হারুন অর রশিদ, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা স্মারকের মাধ্যমে বরণ করা হয় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়। এর মধ্যে সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১১টি পদে অনুমোদন প্রদান করা হয়। অবশিষ্ট পদসমূহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আলোচনার মাধ্যমে পূরণ করবেন—এই সিদ্ধান্ত গৃহীত হয়। দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি করার জন্য সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। নতুন সদস্যদের মধ্যে যারা সাংগঠনিকভাবে সক্রিয় ও সক্ষম, তাদের উপযুক্ত পদে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাহিত্যিকদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত সভা শেষে কবিতা আবৃত্তি করেন— এস. এ. কে. রেজাউল করিম, মোঃ এমদাদুল হক, মোঃ হারুন অর রশিদ, তপন কুমার চক্রবর্তী, শিকদার মোঃ ইয়াকুব আলী ও মোঃ শামীম মিয়া। সংগীত পরিবেশন করেন—তপন কুমার চক্রবর্তী, মোঃ সফিউদ্দিন মীর ও মোহাম্মদ ওমর ফারুক জিতু। বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিদের সাধারণ সম্পাদকের লেখা পাঁচটি করে বই উপহার প্রদান করা হয়।
সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। আজকের সভায় অনুমোদিত নতুন কমিটির পদধারীগণঃ সভাপতি: এস. এ. কে. রেজাউল করিম নির্বাহী সভাপতি: মোঃ এমদাদুল হক সহ-সভাপতি: কবি মুহাম্মদ জসিম উদ্দিন সহ-সভাপতি: মোহাম্মদ সফিউদ্দিন মীর সাধারণ সম্পাদক: খোন্দকার শাহিদুল হক সাংগঠনিক সম্পাদক: তপন কুমার চক্রবর্তী প্রচার সম্পাদক: মোহাম্মদ ওমর ফারুক জিতু সাহিত্য সম্পাদক: দন্তন্য লিটন প্রকাশনা সম্পাদক: মোঃ শামীম মিয়া গবেষণা সম্পাদক: শিকদার মোঃ ইয়াকুব আলী আবৃত্তি সম্পাদক তাসলিমা সাদিক। নির্বাহী সদস্য: ডা. সাদিয়া সুলতানা প্রমুখ।



Discussion about this post