প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
চন্দ্রা মোড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় ফুটপাত ও সার্ভিস লাইন দখল করে গড়ে ওঠা দোকানপাট, গ্যারেজ ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাওগাত আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, মহাসড়কের দুই পাশে নাওজোর বাসস্ট্যান্ড, রিয়াজ পাম্প সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে বাইপাস মোড়, গাজীপুর চৌরাস্তাসহ বাইমাইল পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় ফুটপাত ও সার্ভিস লাইন দখল করে শত শত দোকান, ফলের আড়ত, জামা-কাপড়ের দোকান, রেন্ট-এ-কার, জুট গুদাম ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব দোকানপাটের মালামাল ও পণ্যবাহী গাড়ি মহাসড়কের সার্ভিস লাইন দখল করে রাখায় যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফুটপাত ও সার্ভিস লাইন দখল হয়ে যাওয়ায় ছোট যানবাহনগুলো বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিছু অসাধু চক্র হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে যোগসাজশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ স্থাপনা বসিয়ে মাসিক চাঁদা আদায় করে আসছে। ওসি মোঃ সাওগাত আলম বলেন, “মহাসড়ক ও এর পাশের ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা বা ব্যবসা প্রতিষ্ঠান চালানো যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দখলদারদের পুনরায় স্থাপনা গড়ে তুলতে না দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]