প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
টঙ্গীতে মৎস্যজীবী দলের নবগঠিত আহবায়ক কমিটির বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে মৎস্যজীবী দলের নবগঠিত পূর্ব ও পশ্চিম থানা আহবায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে বইতে থাকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। সোমবার বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়। পুরো মিছিলজুড়ে ছিল শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, দলীয় স্লোগান ও পতাকার বর্ণিল শোভা।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান, সদস্য সচিব মোঃ মিলন চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ মণ্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ। এসময় নেতারা বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মধ্য দিয়ে টঙ্গী অঞ্চলে মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎসজীবী দল সবসময় মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]