প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃতদের চাকরিচ্যুত করার দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন

আল আমিন, নাটোর প্রতিনিধি:- এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃতদের চাকরিচ্যুত করার দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মাওলানা সাদরুল উলা, সদস্য সচিব আব্দুল মন্নাফ, বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী আব্দুল মমিন, আল-আমিন, পারভেজ আহমেদ প্রমুখ। এসময় ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীরা অংশ নেন। বক্তারা বলেন, মাফিয়া গ্রুপ এস আলম বাংলাদেশের ব্যাংক খাত লুট করে দেশকে দেউলিয়া বানাতে চেয়েছিলো, তাদের কারণে ৮টি ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এস আলম গ্রুপের বিচার এবং অবৈধ নিয়োগ বাতিল করে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই করে ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান গ্রাহকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]