প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সেচ্চাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নীচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনার ভাগাড়ে এ অভিযান শুরু হয়। স্থানীয় সচেতন নাগরিক ফোরামের সহযোগীতায় এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ পাঁচ শতাধিক তরুন সেচ্ছাসেবী যোগ দেন। আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, বদলে যাবো আমরা বদলে যাবে দেশ এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় আগামীর বাসযোগ্য একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো। তবে সবার প্রতি বিনীত অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]