
শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন এ চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান , মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।
চেক পাওয়া পরিবারের নিহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন, মনিরা খাতুন।
নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, ১ বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দু’টি সন্তানকে মানুষ করার মতো অবস্থা নেই। আজ ৫ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকা দিয়ে সন্তানদের মানুষ করবো৷
বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে ৫ জনকে ২৫ লাখ টাকা চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে৷ গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে৷
বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।



Discussion about this post